বাঁশের চিপায় পড়ছে বেটা,
লেজ-গোবরে লাগলো লেঠা,
এখন যে আর বাঁচার উপায় নাই;
বাঙালি কী? চিনিস না রে!
ধরে যারে, ছাড়ে না রে;
একাত্তরে দিছে প্রমাণটাই।

তুই যে বেটা দুগ্ধশিশু,
চেয়েছিলি হতে যীশু;
পরের ধনের পোদ্দারিতে; তাই,
ঘৃণার ভাগাড় করছে জমা,
পাবি না তো কোন ক্ষমা;
ছন্দকথায় সত্যটা জানাই।

২০/১০/২০২৪
মিরপুর ঢাকা।