আবলুস অন্ধকারে ফকফকে সাদা!
সাদার জমিন ছুঁয়ে আস্বাদন করি
স্বর্গীয় অনন্য সুধা। নেমে আসে রাধা
নীল যমুনার তীরে; আহা, মরি মরি!
লাল আপেলের নিচে ফোটে সাদা খই;
তীক্ষ্ম দাঁতের কামড়ে খেতে চায় সবে।
আমিও সবার মতো, ব্যতিক্রম নই;
শুভ্র সাদায় ডুবিয়ে সুখ দেবে কবে?
সবুজ গাছের ডালে আপেলের ঝাঁক,
তাতে তুমি নিরুপম অনিন্দ্য আলাদা।
আতর সুঘ্রাণ নিতে দিয়ে যাই ডাক,
অনন্ত সুখের তরে ছুঁয়ে দিতে সাদা।
নিভৃত নির্জনে এসো ভাবের প্রিয়তি,
জুঁইসাদা ছুঁয়ে নেবো জীবনের যতি।
২০/১০/২০২৪
মিরপুর ঢাকা।