তোমার নামের তরীখানি ভাসাই সাগরজলে,
উথাল-পাথাল ভবসাগর পার করো কৌশলে।
          একেতো এই ভাঙ্গা তরী
          তার উপরে ঢেউ লহরি
বারেবারে যায় আছারি গলুই-পাছা নালে।

ভবসাগর পাড়ি দিতে চাইছি তোমার দয়া,  
আদিকালে বলেছিলে আমি তোমার ছায়া।
          রূপের মোহে মত্ত হলাম
          আইসা ভবে ভুলে গেলাম
তোমার খবর নাইবা নিলাম রঙিন মহীতলে।

জীবন  আকাশ মেঘলা অতি ঝড়ের আলামত,
ভয়ে কাঁপি অথৈ জলে দেখাও সঠিক পথ।
          আমার নায়ের মাঝি হয়ে
          এসো তুমি দ্রুতলয়ে
দিন যে আমার গেলো বয়ে ডুবছে রসাতলে।

০৭/১০/২০২৪
মিরপুর ঢাকা।