এখন নিশুতি রাত চোখে ঘুম নেই,
আকাশে তারার মেলা ঝিকিমিকি জ্বলে।
চিলতে স্বপ্নের ঘোরে আবেশিত যেই,
সমুদ্রের উদ্দমতা সংগোপনে খেলে।
গণমিছিলের গান বজ্রকন্ঠ স্বরে
তোলপাড় করে ওঠে, জাগে শিহরণ!
ঘুমোতে পারি না আমি নিশ্চিন্তের ঘরে;
পৃথিবীর যুদ্ধমাঠে করি বিচরণ।

ইউক্রেন-মধ্যপ্রাচ্য, এই বাংলাদেশে
ছলনাময়ীর ধারা প্রচন্ড জোরালো
আজ হামলে পড়েছে অসুরের বেশে;
পুঞ্জিভূত অন্ধকারে খুঁজে ফিরি আলো।
নির্বাসিত যাযাবর শুধু হেঁটে যাই,
আলোর সন্ধানে ঘুরি হরহামেশাই।

০৮/১০/২০২৪
মিরপুর, ঢাকা।