সর্প ঢুকেছে গৃহের ভেতরে,
ভয় পেয়ে যদি কাঁথা মুড়ি দিয়ে
শয়নে থাকো হে; কতোটুকু নিরাপদ?
না তাড়ালে তাকে ছোবলের আগে
অথবা হত্যা না করিলে; তবে,
জীবনে তোমার আরো বাড়বে আপদ।

লাঠিগাছি নিয়ে সর্প তাড়াও
অথবা হত্যা করো দ্রুতলয়ে;
নইলে সমুহ ক্ষতির সম্ভাবনা।
নিরাপদভাবে হয় তুমি রবে,
না হয় অন্য কোথাও পালাবে;
এইবার ভেবে দেখো সচেতন মনা।

এ ঘর তোমার, পালাবে কোথায়?
সাহসী হৃদয়ে সামনে আগাও,
সজোরে আঘাত করে দাও এইবার।
হয়তো সভয়ে সর্প পালাবে  
অথবা নিহত হবে অপঘাতে;
এটাই জীবনে হবে তো চমৎকার!

অকপটভাবে ভয় করে জয়,
সচেতনভাবে সামনে আগাও;
এইবার করো জীবনমরণ পণ।
বিষাক্ত সাপে ঘিরেছে তোমায়,
যুদ্ধের স্রোতে প্রস্তুতি নাও;
কালের বিচার নেই আর বেশিক্ষণ।

০৯/১০/২০২৪
মিরপুর ঢাকা।