রিসেট বাটনে দিয়েছে জোরালো টিপ,
মুক্তিযুদ্ধ একাত্তরের ছবি।
ডিলিট করতে বাঙালির জ্যোতি-দীপ
চব্বিশে এসে, আমরা কী আজনবি!

অতীতের যত সাহসী আন্দোলন
মিথ্যায় ভরা ছিল কিরে এই দেশে?
তিরিশ লক্ষ শহীদের বিস্মরণ!
মুছে যাবে সব স্বাধীন বাংলাদেশে!

সম্ভ্রমহারা মায়ের-বোনের দাম,
আমরা কি সব ভুলে যাবো চিরতরে?
ভুলে যাবো কি রে সেই মুজিবের নাম,
ডাক দিয়েছিলো বজ্রকন্ঠ স্বরে।

ভাষা শহীদের রক্ত ঋণের কড়ি
শোধবো কিভাবে মুছে যায় যদি সব;
কিভাবে পালন করবো ফেব্রুয়ারি,
প্রভাতফেরির বিষাদিত উৎসব?

বাঙালি জাতির পরিচয় নেই যেন,
ভাসমান হয়ে এসেছি কি দূর হতে?
আমাদের আদি পুরুষের হাসি কেনো
স্তব্ধ করবে যুক্তিহীনের মতে?

ভুলে গেছো সবে কোল সাঁওতাল যতো
আমাদের পিতা পিতামহ হলো তারা;
তাঁদের রক্ত দেহে বহে অবিরত,
ভুলে গেছি সব এমনি বিবেকহারা!

শিকড়ের কথা কখনো ভুলিয়া গেলে,
অস্তিত্বের সংকটে পড়ে জাতি;
কেউতো থাকতে পারবে না অবহেলে;
তাইতো, শিকড় খুঁজে ফেরে আঁতিপাঁতি।

০৬/১০/২০২৪
মিরপুর ঢাকা।