আমার মনের শাল-পিয়ালের বনে,
তোমার সুরের রাগিনী বাজছে আজ;
সে সুর শুনছি গভীর সঙ্গোপনে,
মরমিয়া গান, ভুলে গিয়ে সব লাজ।

তুমি যেন দূর অচিন দেশের পাখি,
সুর করে গাও আমার প্রাণের কথা;
তাইতো এ মন তোমাতে বেঁধেছে রাখি,
স্পন্দিত মনে বেড়ে ওঠে ব্যাকুলতা।

নেচে ওঠে নদী বিস্মিত উল্লাসে,
হেসে উঠে চাঁদ নীল আকাশের গায়;
শিশিরবিন্দু চমকিয়া উঠে ঘাসে,
পৃথিবীর বায়ু আনন্দে উছলায়।

তুমি যেন এক অমরাবতীর মেয়ে,
নিপুণ পিরিতি রেখেছো মনের মাঝে;
অরূপ বদনে নিশ্চুপে থাকি চেয়ে,
সারা দিনমান সকাল-বিকাল-সাঁঝে।

অগোছালো এই শাল-পিয়ালের বন
পরিপাটি হয়, স্বর্গসুধায় ভরে;
অমিত প্রেমের অনন্ত শিহরণ,
ঊষর হৃদয়ে জমা হয় থরে থরে।

০৮/১০/২০৪
মিরপুর ঢাকা।