রিসেট বাটনে পুশ করে কেউ মুছে দিতে চায় একাত্তর!
একাত্তর কি পলকা জিনিস ফুঁ দিয়ে ওড়াবে বহুতদূর?
একাত্তর মানে-
বাঙালি জাতির অমিত সাহসী মুক্তিযোদ্ধা, দৃঢ় চেতনা;
একাত্তর মানে-
শঙ্কা না-পাওয়া,জেনেছিলো বুঝি তাপসী তাবাসসুম ঊর্মি তা'।
একাত্তর মানে-
বিজয়ী শক্তি, অমল ধবল আত্মবিশ্বাসী সংগ্রাম;
একাত্তর মানে-
জাতির জনক শেখ মুজিবুর, বাংলাদেশের সবুজ গ্রাম।
একাত্তর মানে-
দৃপ্তকণ্ঠে অধিকার চাওয়া, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ;
এতো কি সহজ রিসেট বাটনে পুশ করে তার করবে শেষ?
একাত্তর মানে-
লাল সবুজের রঙিন পতাকা পতপত ওড়া বিশ্বময়;
একাত্তরের চেতনাধারীরা কোথাও কখনো নিঃস্ব নয়।
আদর্শবতী বিবেকযোদ্ধা! লক্ষ সালাম জানাই আজ;
প্রচণ্ডতায় নাড়া দিয়ে গেছো কেঁপে উঠে তাই এই সমাজ।
অকুতোভয়ের চেতনা তোমার, বাঙালি জাতির অহংকার;
সাহসী স্মৃতিকে বুকে ধরে সবে ঘুরে দাঁড়াবেই বারংবার।
০৯/১০/২০২৪
মিরপুর ঢাকা।