আবলুস অন্ধকারে ঘিরে ফেলে এই আমাদের
চিন্তা-মনন, চেতনা। ঘন কুজ্ঝটিকা আঁধারিয়া
পথে ছোটে জনগণ। দুঃসহ বেদনা তোলপাড়ে
নাচে মৃত আঙিনায়। অতীত ইরেজ করে দেই
রিসেট বাটন টিপে। বর্তমান এলোমেলো চলে
নিঃসঙ্গ নির্জন দ্বীপে। তবুও বলছি- ভালো আছি।
মিথ্যার বেসাতি করে রাজক্ষমতায় যারা আছে
সুখের বাসর ঘরে স্বপ্ন বুননের ছলনায়।

পুরাতন অরিদল স্বপ্ন দেখায় অগ্রগতির!
ধ্বংসের ভেতরে খুঁজে আনবিক উন্নয়নধারা।
তৃপ্তির ঢেঁকুর তুলে হাততালি দেই দলে দলে;
কী আশ্চর্য আমাদের চাহিদার জীবন-যাপন!

আবলুস অন্ধকারে অজানা গন্তব্যে ছুটে যায়
পঙ্গপালের মতোন বোবা-অন্ধ, বধির জনতা।
যখন ভ্রান্তির ছল ভেঙ্গে যাবে আলোর প্রভাবে,
বিকশিত চিন্তাধারা করে যাবে ঘোর আফসোস।
নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাবে তারা;
কালের গতিকে কেউ করতে পারিনি চিররুদ্ধ।
শুভ চেতনার ধারা আগমন ঘটে বারংবার।
পয়মন্ত মানুষের শুদ্ধ ইতিহাস সাক্ষী তার।

০৭/১০/২০২৪
মিরপুর ঢাকা।