ওরা বলেছিলো এই- আবাবিল এসেছিলো দেশে,
স্বর্গোত্থিত জ্যোতির্ময় ফেরেস্তার বেশে।
দেখিলাম অবশেষে, এক অসুরের চেতনার
আগমন হয়েছিলো, অবাঞ্চিত দুষ্টু প্রেতাত্মার।
আবাবিল নয় ওরা; আজাজিলরূপে শয়তান!  
এ দেশকে করেছিলো ছিন্নভিন্ন এক গোরস্থান।
যতো গর্বিত অর্জন তিলে তিলে গড়া,
পরিকল্পিত মননে ভেঙেছিলো, পুড়েছিলো ওরা।
এই বাঙালি জাতির চির জাতশত্রু হলো জানা,
ওরা দুর্বৃত্ত হার্মাদ! যদিও সাধুর ভাবখানা।
ওরা দম্ভিত মননে চেয়েছিলো মুছে দিতে
               একাত্তরের গর্বিত শত ইতিহাস,
বাঙালির ঐতিহ্যের সকল প্রকাশ।
ওই দুর্বৃত্ত-অসুর কি জানে না পৃথিবীর সত্য!
মানবিক ইতিহাস ধরে রাখে মানুষের মর্ত্য।
সত্যের সোপান বেয়ে বিকশিত রবে কীর্তি সব,
যতোই করিছে ওরা ধ্বংসলীলা, আসুরিক উৎসব।

০৩/০৯/২০২৪
মিরপুর, ঢাকা।

(এই কবিতাটি লেখা, আগামী কয়েক বছর পরের কথা।)