গিয়েছে সুদূরে সরে তথাগত সেই স্বৈরাচার!
এসেছে ভন্ড ঘাতক দম্ভভরে লোভী রাজাকার।
পাহারায় বসে আছে মিথ্যাবাদী এক দুরাচার,
উঠেছে তুমুল রব চারিদিকে- জনতার হায়-হাহাকার!
চতুর গোয়েবলস অহরহ মিথ্যা বলে যায়,
সত্যের ধারধারে না, বলে সব আজব কথায়।
বোঝে নাতো দুরাচার মানুষেরা শান্তি-স্বস্তি চায়,
সাধারণ জনগণ পড়েছে এখন ফাটা বাঁশের চিপায়।
জনতার নামে চলে আজনবি যত্তসব কথা,
লম্পট নেতারা আজ সাধু সেজে করে বাতুলতা।
ছলনার জুয়াচোর, ডাকু-সুদখোর চায় আজ অমরতা!
এইসব যত দেখি বুকে জাগে মরমীয়া ব্যথা।
কবে যে শেষ হবে তা'? শুধু ভেবে যাই নিরিবিলি;
এসো ভাই পরস্পরে মুক্তি-রণাঙ্গনে সদলে আবার মিলি।
আলো চাই বাঁচিবার প্রখর কোমল শোভাময় ঝিলিমিলি,
চারিদিকে দেখি, হায়! অসুরেরা স্বদম্ভে করিছে কিলিবিলি।
০২/০৯/২০২৪
মিরপুর ঢাকা।