বজ্র ভীষণ গর্জন উঠে
প্রলয় বায়ুর নিত্যরাগ,
ধুলায় লুটায় অন্ধকারের
অভ্রভেদীর প্রভাত ফাগ।
সুপ্তির জাল ছিন্ন করে
গর্জন দে রে হু-হুঙ্কারে;
শান্ত কোমল বসুন্ধরায়
বিশ্বপিতার পরশ মাগ।
মর্মমূলে উঠলে দুলে
ক্ষোভের আগুন শান্তি পোড়ায়,
ছিন্ন করে দিগন্তরে
সপ্তসিন্ধু দহন জ্বালায়।
অন্তবিহীন তুফান ঝড়ে
সকল লণ্ডভণ্ড করে;
বজ্রবাঁশি বাজায় হাসি
অসুন্দরের ধ্বংসলীলায়।
২০/০৭/২০২৪
মিরপুর ঢাকা।