দুঃখতাপে সান্ত্বনা চায় বঞ্চিতজন
            সংশয়-ভীরু মনে,
ব্যর্থ মনের পূর্ণতা পায় শঙ্কাবিহীন
            ইচ্ছার আয়োজনে।
      নম্রশিরে নিখিল ধরায়
      প্রার্থনাতে অশ্রু ঝরায়;
মুক্তি খোঁজে ভক্তিমনে বিষাদ আঁধার
            শান্তির অঙ্গনে।

তোমার দ্বারে ভিক্ষা মাগি সন্ধ্যা-সকাল
            দাঁড়ায়ে নির্বাক,
কিন্তু তুমি ভিক্ষা দিতে এই আমাকে
            দিলে নাকো ডাক।
      যারা ছিলো আগে পিছে
      মূল্যমানের ভিক্ষা নিছে;
পথের পাশে বসে আছি অধীর হয়ে
            এক তীর্থের কাক।

২০/০৭/২০২৪
মিরপুর ঢাকা।