সন্ধ্যা বেলায় ডাকছি তোমায়
হে প্রিয়তি দাও দেখা,
এই নিখিলে পাঠিয়ে দিলে
লাগছে এখন খুব একা।
তিমির রাতির অন্ধকারে
জীবন কাটে হাহাকারে;
আপন স্বজন হয় না সুজন
মর্ত্যে এসে হয় শেখা।
করুণ আঁখি মেলে রাখি
দাও আমারে দরশন,
হে প্রিয়তি! আলোর জ্যোতি
আশিষ করো বরিষণ।
অশান্ত মন হয় উচাটন
অনল দহন ঘোর জ্বালাতন;
প্রার্থনা এই- আলোকধারা
ছড়াও তুমি অনুক্ষণ।
২০/০৯/২০২৪
শান্তিনিকেতন, বোলপুর, পশ্চিমবঙ্গ।