অভয়াশক্তি বলপ্রদয়নী অসুরনাশিনী তুমি,
জাগো জাগো জাগো হৃদয়ে সবার ভাঙিতে গোঁয়ার্তুমি।
নগনন্দিনী আনন্দময়ী দুর্গা কাত্যায়নী!
জগতের মাঝে আনো হে শান্তি, মুছিতে দুঃখ-গ্লানি।
চারিদিকে দেখি- অসুর-নৃত্য ধ্বংসের মহারণ,
মরছে মানুষ! কেনো যে মরছে? জানে না সেই কারণ।
খুনিও জানে না, কেনো সে মারছে! হিংস্রপশুর মতো
হামলে পড়ছে অসুর-চেতনে দিবারাতি অবিরত।
কান্নাহাসির জগতের মাঝে শান্তি ছড়াও রানী,
বিশ্বভুবনে অশান্তি হানো; আনো আনন্দবাণী।

০২/১০/২০২৪
মিরপুর ঢাকা।