মধুর রসে হৃদয়খানি
উঠছে ভরে নিত্য,
তোমার রূপের ধারা দেখে
চমকে উঠে চিত্ত।
মরণবানের তুফান তুলে
ছুটছি একাই সকল ভুলে;
তোমায় পেলে বাহুডোরে
চাই না কোন বিত্ত।
ইচ্ছে করে তোমার কাছে
মনের কথা কই,
চারদিকেতে ক্ষোভিত প্রাণ
করছে যে হইচই।
হয় না বলা সঙ্গোপনে,
একলা থাকি ঘরের কোণে;
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
নীরব হয়ে রই।
২০/০৯/২০২৪
শান্তিনিকেতন, বোলপুর, পশ্চিমবঙ্গ।