পান্থ, তুমি এবার জাগো
জাগাও অলস অঙ্গ,
ওই শোনো দূর পুষ্পবনে
ডাকছে রে বিহঙ্গ।
আত্মসুখে আর কতোকাল
ঘুমিয়ে র'বি হে বেসামাল!
রুদ্ধ হৃদয় শুদ্ধ করে
জাগাও প্রাণ তরঙ্গ।
সন্ধ্যা হলো ডুবলো বেলা
আসলো নিশি অন্ধকার,
ঘরে ফিরো পুরবাসী
এবার করো বন্ধ দ্বার।
প্রিয় মুখের বাণী শোনো
বলো না আর মিথ্যা কোনো;
কান্নাহাসির সংসারেতে
নাশ হবে সব সমস্যার।
২০/০৯/২০২৪
শান্তিনিকেতন, বোলপুর, পশ্চিমবঙ্গ।