তোমার তূণে আর কত বাণ
          আছে বলো, সন্ত্রাসী!
ছলচাতুরির ধনুক দিয়ে
          মারছো মানুষ জোর হাসি।
    কূটচক্রের রক্তপথে
    পার পাবে না কোনমতে;
ফুটবে আলো দীপ্ত পথে
         ‌অন্ধকারের ঘোর নাশী।

অচেতনে চেতন দিতে
          যতোই করো সম্ভাষণ,
ফিরবে না সে সরল পথে
          করবে না মন উন্মোচন।
    অন্ধকারের পশু যারা
    আলোর পথে রয় না তারা;
সর্বনাশের মহোৎসবে
          মত্ত হয়ে চায় আসন।

২০/০৭/২০২৪
মিরপুর ঢাকা।