দেখছি ভেজাল সবখানেতে  
শিক্ষা-দীক্ষা, সুর-গানেতে
হাটে-মাঠে, ময়দানেতে
        চলছে ভেজাল দেদারছে;
রাজনীতিতে ভেজাল চলে
ধর্মকথায় মিথ্যা বলে
পায় ক্ষমতা ছলে-বলে
        কূটকচালি যে পারছে;
        চলছে ভেজাল দেদারছে।

ভেজাল ছাড়া খাঁটি জিনিস,
এই দেশেতে তুই কি চিনিস?
ভেজাল লোকে করছে ফিনিশ
        সোনার সবুজ দেশটাকে;
ভেজাল খাবার, ভাবনা ভেজাল
ভেজাল নেতায় সমাজ বেহাল
বলায় ভেজাল, শোনায় ভেজাল
        পাইনা খাঁটি চেষ্টাতে;
        সোনার সবুজ দেশটাতে।

কাব্যে ভেজাল, গল্পে ভেজাল
নেই কবিতায় ছন্দের তাল
গল্পে চলে খিস্তি ও গাল
        ভেজাল সবার ভাবনাতে;
ভেজাল ছাড়া শুদ্ধ-খাঁটি
সুসজ্জিত পরিপাটি
মিলবে দিলে মাথায় চাটি
        বসত যাঁদের পাবনাতে;
        ভেজাল সবার ভাবনাতে।

ও ভাই ভেজাল! যাসনে দূরে
বারবার তুই আসিস ঘুরে
হাট-বাজারে, অন্তপুরে
        তোরে ছাড়া গতি নেই;
ভেজাল দেশে থাকলে খাঁটি
সব কিছু যে হবে মাটি
হোক না এদেশ ভেজাল-ঘাঁটি
        থাক রে ভেজাল ক্ষতি নেই;
        তোরে ছাড়া গতি নেই!

২৫/০৯/২০২৪
মিরপুর ঢাকা।