বাঁধন আমার দাও খুলে দাও
          চিরতরে, মুক্ত হতে চাই,
মায়ার শিকল রাখছে বেঁধে;
          তাই, নিরবে দুঃখগীতি গাই।
অশ্রুসাগর বাঁধ মানে না-
          ভীষণ রকম উথাল-পাথাল,
ডাকছে আমায় দূরের দেশের
          মহান রাজা- কাল-মহাকাল।
জীবন যৌবন সব কেটেছে
          জেলখানাতে; আরতো কিছু নাই;
বাঁধন আমার দাও খুলে দাও
          চিরতরে, মুক্ত হতে চাই।

২০/০৯/২০২৪
"কুলিক" ট্রেনে শান্তিনিকেতন যাত্রাপথে, পশ্চিমবঙ্গ।