কবিরা সব রাজনীতিবিদ আজ!
কথা ছিলো হবে তাঁরা সুচিন্তাবিদ বাঁচাতে সমাজ।
ভাববে তাঁরা রাষ্ট্র নিয়ে, মানুষ নিয়ে নিত্য নিরন্তর;
কিন্তু, একি! ছন্নছাড়া কবি যারা
মন্ডা-মিঠাই পাওয়ার তরে আত্মহারা খুব বিরক্তিকর।
ছন্দ ছাড়া দলবাজেরা অন্ধ তারা,
তলাবিহীন গলাবাজি
শুনছি যে ভাই নিত্য আজি;
বলছে তারা- মরলে শহীদ, বাঁচলে গাজী!
তাইলে, কবির রইলোটা কি?
হালুয়া-রুটির প্রলোভনে
পান্তা ভাতে আদিম গাওয়া ঘি।
২০/০৮/২০২৪
মিরপুর ঢাকা।