বঁধুয়া, বঁধুয়া অসময়ে কেনো প্রকাশিলে?
বাঁধন টুঁটিল সমীর ছুটিলো কুসুম কাননে দেখা দিলে।

ভুবনে ভুবনে চেয়েছি মনে মনে পাইনি যৌবনে দেখা,
কঠিন পাষাণে বলে সে কানে কানে হয়নি প্রাণেতে শেখা;
অসময়ে এসে নিতি ভালোবেসে হৃদয়ের সাধ প্রশমিলে।

মধুছন্দে নিত্য কেঁপে উঠে চিত্ত বাজিছে গীত্য সুরে,
কাঁদায় আমারে ধূসর ভূধরে শ্রাবণ ঝরিছে দূরে।
মায়ার বাঁধনে কোমল পরানে চরণে কেন ঠাঁই দিলে?

সাঁঝের আলোকে দেখেছি পুলকে অপরূপ রূপের সাজ,
দেখে তা পাগল, হয়েছি দুর্বল বেঁধেছি তাই মন মাঝ।
নির্মোহ মনে কেন যে গোপনে মরমে বেদন এনে দিলে।

২০/০৮/২০২৪
মিরপুর ঢাকা।