জনম জনম তোমারি জন্য
এই ভুবনে আসবো,
ভ্রমর যেমন ভালোবাসে ফুল
তেমন ভালোবাসবো।
জলের তলে মীন যেমন রয়,
তেমনি রবো এই জগৎময়;
তোমার রূপের আলোক মেখে
চাঁদের মতন হাসবো।
এক জনমের ভালোবাসা
হয় না পূরণ পৃথিবীতে,
অপূর্ণতার ব্যথা জাগে
দুঃখকাতর মানব চিতে।
দুঃখ ব্যথায় মরণ হলে
যায় না ঢাকা অশ্রুজলে;
মরণ সাগর উর্মি দোলায়
তোমায় নিয়ে ভাসবো।
রূপের ধারার অরূপ স্বরে
ডাকলে আমায় তুমি,
উতল হলো সাগর-নদী
কাঁপলো মনের ভূমি।
ছুটলো আকাশ, কাঁপলো বাতাস
জাগলো মনে দীঘল শ্বাস;
তোমার ছোঁয়া পেলেই তখন
দুঃখ-বেদন নাশবো।
১৮/০৮/২০২৪
মিরপুর ঢাকা।