আমার ভাবনায় গেঁথে আছো তুমি
নকশি কাঁথার মতো খুঁজি ফিরি তাই;
ফিতার মতোন নদী বহে নিরবধি
জীবন সংঘাতে শুধু সে উছলায়।

চলে গেছে অনেক দূরে রঙিন দিনের স্মৃতি,
তিলের সাদা ফুলের কানে ভ্রমরার সেই গীতি;
হাসে না চন্দ্র আগের মতো ভরা পুর্ণিমায়।

এখন দূরে অনেক দূরে দু'দিগন্তে বাস,
প্রাণের কথার বসন্ত রাত করে পরিহাস;
বনপথের ফুলের মেলা সব হারিয়ে যায়।

২১/০৭/২০২৪
মিরপুর ঢাকা।