চলে গেছে দূরবনে বৃক্ষ হয়ে সহযাত্রী সব
থেমে গেছে জয়যাত্রা আশার বুননের বিস্তৃত কলরব
থেমে গেছে কুঞ্জবনের বসন্ত শোভা
মনোলোভা চপল আঁখির উতল হাসির রেখা
নীরব আঁধারে একা ভাবিতেছি তরুচ্ছায়ে বসি
সুদূর বনসৌগন্ধে চুপি চুপি দিবানিশি
ধেয়ানের মালা গাঁথি আনমনে গাহি
সুদূরের আকাশের পানে রই চাহি
আমারে  লহো করুণা করে তোমার উদার করে
শিশুরা যেমন উল্লাসে থাকে আপন মাতৃক্রোড়ে
তেমন করে আমারে লহো তুমি প্রভূ
অবহেলা ঘৃণা করে রাখিও না দূরে
আত্ম নিবেদন পুষ্পডালা রাখি তোমার চরণে
নিশিথ রাত্রির কালে জাগরণে প্রত্যহ গোপনে
হিমগিরির শিখরে রহিও না আর
অদ্ভুত সৌরভ নিয়ে জড়াও আমারে
ভেঙ্গে দিতে এই পৃথিবীর বেদনার সমাহার।

১৯/০৯/২০২৪
মিনা লজ, মারকুইস স্ট্রিট, কোলকাতা।