মেঘ কিশোরী আকাশ আঙ্গিনায়,
নূপুর পরে নৃত্য করে যায়;
তারই দুখের সৃষ্টি যেন বৃষ্টিতে গড়ায়।
মেঘ কিশোরী নৃত্য করে আকাশ আঙ্গিনায়।
কদম ফুলের রোঁয়ায় রোঁয়ায়
বৃষ্টি মেয়ে দোল খেয়ে যায়;
বিরহিনী চাতকিনী আনন্দে উছলায়।
মেঘ কিশোরী নৃত্য করে আকাশ আঙ্গিনায়।
দূর আকাশে ডমরু বাজে,
ভয়ে মরি, মরি লাজে;
মন বসে না গৃহকাজে ভাবছি বেদনায়।
মেঘ কিশোরী নৃত্য করে আকাশ আঙ্গিনায়।
চপল ও চঞ্চল এ মন
শোকাহত করে ক্রন্দন;
বিরলে হয় মন উচাটন সুজন কামনায়।
মেঘ কিশোরী নৃত্য করে আকাশ আঙ্গিনায় ।
২৯/০৮/২০২৪
মিরপুর ঢাকা।