ওগো আমার শিউলিগন্ধা! চির চেনা সুরে
বাজাও বাঁশি দূরের হাওয়ায় স্নিগ্ধ সুমধুরে।
          ম্লান মুখে আজ আশায় থাকি
          লজ্জা-ভয়ে তোমায় ডাকি;
তোমার সুরে জোয়ার এলো আমার সমুদ্দুরে।

আকাশ হতে আকাশ পানে ছুটি নিরন্তর,
সুখের আশায় বালুচরে বাঁধি খেলাঘর।
          মোহ-মেঘের ছায়া এসে
          গ্রাস করে যায় অবশেষে;
দিনের শেষে বুঝে গেলাম আমিই অবান্তর।

সত্য প্রণয় হয় না বিলয় মূর্ত মহীতলে,
শরৎ শিশির হয়ে তারা ঘাসের ডগায় জ্বলে।
          মানিক হয়ে জ্বলছে ভোরে
          আনন্দতায় অকাতরে;
রক্ত আলোর বহ্নি শিখায় আমার মর্মমূলে।

১৩/০৭/২০২৪
মিরপুর ঢাকা।