অন্ধ যারা দেখছে তারা বেশি
চক্ষুষ্মান দেখে না আর কিছু;
সন্ধি করে অন্ধে বাড়ায় পেশী
রন্ধ্রপথে ঘোরে মোহের পিছু।

চায় ক্ষমতা অর্থকড়ি আরো
পদ-পদবী পদক মালাছড়া;
লজ্জাবিহীন ভয় করে না কারো
বাণী ছড়ায় যেন মাটির গড়া!

আজাজিলের ছোট্ট ভাইয়ের মতো
কাজকর্মে চালায় যে ভন্ডামি;
মিথ্যা বলে নিত্য অবিরত
শুনছে না কেউ; কথা যে কম দামি।

সুনীল সাগর উল্টে দিতে চায়
সাহারাতে আনবে তুমুল বৃষ্টি!
বংশী ছাড়াই ভাটিয়ালি গায়
উন্মাদদের এ কী অনাসৃষ্টি!

দেখছি নাতো প্রাণের সিন্ধুকূলে
রাঙাসূর্যের ঊষার আলোকধারা;
শরৎ-প্রাতের শিশির-ভেজা ফুলে
রক্তজবার রঙ ছিটালো তারা।

দুঃসহতার ব্যথা জাগে মনে
হতাশপ্রাণে দেখছি তাদের লীলা;
ভাবছি বসে একেলা আনমনে
ব্যথায় কাতর হৃদয় কঠিন শিলা।

০৩/০৯/২০২৪
মিরপুর ঢাকা।