বোধের ছুরিটি ভোঁতা হয়ে গেছে সত্য চিনি না আর,
নিশিদিন ভাবি; হৃদয়রতন করে যায় চিৎকার।
ফুলের ভেতরে কীটের আবাস কুঁরেকুঁরে খায় সব,
ফুঁটতে পারে না; লাজে-ভয়ে মরে আবেগের উৎসব।
ব্যাকুল বাসনা অন্তরে ধরে থাকি স্বপনের আশে,
প্রেমের ডালায় যতনে সাজাবো জীবনের বিশ্বাসে।
আশা ছাড়ি নাই, মান-অপমান দিয়েছি বিসর্জন,
হৃদয় দহনে জীবনে মরণে করে যাব অর্জন।
চমকিত মন করে ক্রন্দন, দিবসরজনী ডাকি,
তৃষিত আকুল স্বপন বাঁধিবো কাননে ডাকিলে পাখি।
দেখাতে পারিনি কেনো প্রাণ জ্বলে, স্বদেশ! তোমার লাগি',
কীট-দংশনে যতটুকু ক্ষতি; আমিও যে তার ভাগি।
বুকভরা ব্যথা মর্মের কথা শুনিল না আর কেউ,
তোমার বক্ষে নাচছে এখন মাতাল চতুর ফেউ।
কুড়ানির মত কুড়িয়েছি নুড়ি সাগরপারের ধারে,
লবণতটের ঝুলিটা ভরেছি রঙিন শামুক ভারে।
তন্দ্রাবিহীন রাত্রি কেটেছে ধ্যানের ধনের তরে,
সবকিছু লয় হবে কি আবার মৌনের অনাদরে?
১১/০৯/২০২৪
মিরপুর ঢাকা।