ভালোবাসায় এতো দুঃখ বুঝিনি আমি আগে!
দুঃখে দুঃখে পরান গেলো বিরহ বেদন লাগে।
জীবন যৌবন সবই দিলাম
বিনিময়ে দুঃখ পেলাম;
ধরলো না কেউ হাত বাড়িয়ে মমতার অনুরাগে।
যারে ভালোবেসেছিলাম এ হৃদয় উজার করে,
মন ও প্রাণ সব নিয়ে সে চলে গেলো সুদূরে।
আমি এখন নিঃস্ব হয়ে
থাকি শুধু পন্থ চেয়ে;
নয়নজলে বুক ভাসিয়ে দিবস-রাতি রই জেগে।
ভালোবাসা এই জগতে দ্বিগুণ দুঃখ বাড়ায় মনে,
তুষের আগুন ধিকিধিকি জ্বলে নিত্য সঙ্গোপনে।
যতো বলি, শান্ত হ' মন,
ততো বেশি করে ক্রন্দন;
ছাড়তে চাই এই ধরার বন্ধন অজানা বীতরাগে।
১০/০৯/২০২৪
মিরপুর ঢাকা।
(গীতি কবিতা)