আহা! কি আনন্দ আজি, আহা, কি আনন্দ!
লেখাপড়া নেই যে কোন স্কুল-কলেজ বন্ধ।
ইচ্ছে হলেই শিক্ষক মারি,
আমরা সবাই হই দরবারী;
রায় দিয়ে যাই ঘুরাই ছড়ি, করি শুধুই দ্বন্দ্ব।
আহা! কি আনন্দ আজি, আহা, কি আনন্দ!
জনগণের নামে বিচার করে দেবো আমরা যে বীর,
সত্য কথা বলবে যে জন, সে জন দোসর স্বৈরাচারীর।
স্বৈরাচারীর দোসর যারা,
স্বাধীনতার শত্রু তারা;
করতে হবে এ দেশ ছাড়া, নেই কোন আর সন্ধ।
আহা! কি আনন্দ আজি, আহা, কি আনন্দ!
আমরা সবাই সূর্যসন্তান আলোকিত করবো এ দেশ,
জ্ঞান-গরিমার ধার ধারি না, চাই না কোন সৎ উপদেশ।
ছাত্র এখন সবাই নেতা,
যা ইচ্ছে তাই বলি যা-তা;
দরকার নেই বই ও খাতা, করেছি তালা বন্ধ।
আহা! কি আনন্দ আজি, আহা, কি আনন্দ!
০৮/০৯/২০২৪
মিরপুর, ঢাকা।
(গীতি কবিতা)