মোড়ল! তোমার ধ্বংস হবেই, বেশিদিন আর নেই;
সেই সব কথা গ্রন্থিত আছে ইতিহাসের পাতাতেই।
নেই নমরুদ-সাদ্দাত, নেই দুর্ধর্ষ ফেরাউন;
কালের প্রবাহে ধ্বংস হয়েছে অত্যাচারী শকুন।
কই অটোমান-বাইজাইন্টাইন, পারস্য-রোম ভূমি?
হয়েছে সকল খান খান তার, বুঝেছ মোড়ল তুমি!
যেখানে গিয়েছো স্যাঙ্গাত নিয়ে, ধ্বংসলীলায় মেতে
করে গেছো ক্ষতি এই মানুষের; জেনে গেছি পৃথিবীতে।
ভিয়েতনাম, মিশর-ইরাক, আফগানিস্তান ধামে,
ধ্বংস করেছো, মানুষ মেরেছো গণতন্ত্রের নামে!
কাল বে-রহম! জানো কি তা' তুমি? ধ্বংস তোমার হবে,
নিপীড়িত সমস্ত মানুষের মানবিক উৎসবে।
সেখানে তোমার স্বার্থ লুকিয়ে সেখানেই কালো হাত;
ছলে-বলে-কলে, কলা-কৌশলে দিবস করেছো রাত।
ভালোবাসাহীন শক্তি নিয়ে টিকে না কেউ পৃথিবীতে;
সেসব জানিও, বিশ্ব মোড়ল! গেঁথে রেখ মূঢ়-চিতে।
যেখানে তোমার চরণ পড়েছে, সেখানে হয়েছে ধ্বংস;
তুমি যেন সেই উপাখ্যানের অতীব হিংস্র কংস।
বাংলাদেশের মাটিতে আবার পড়েছে দৃষ্টি; তাই,
হিং-টিং-ছট করে ঝটপট দেখালে ছলনাটাই।
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাড়াইওনা কালো হাত,
রক্তঋণের প্রতিশোধে পাবে দৃঢ় অভিসম্পাৎ।

০৪/০৯/২০২৪
মিরপুর ঢাকা।