হিড়িক পড়েছে কথিত নতুন দেশে
সহসা আনতে হবে পরিবর্তন;
উলট-পালট দারুণ সর্বনেশে
বিহ্বল আজ সাধারণ জনগণ।

চাল-ডাল-আলু-পিয়াজ-মরিচ-আদা
দাম বেড়ে গেছে আকাশচুম্বি আজ;
বুঝি না এমন সংস্কারে কী ধাঁধা!
ভাবছি নীরবে এ কোন আজব রাজ!

রাজার ক্ষমতা পোক্ত করার জন্যে
অনেকে ব্যস্ত, ন্যস্ত হয়েছে কাজে;
ছড়ায় গুজব নানাবিধ জনারণ্যে
কত যে কষ্ট মানুষের বোঝে না যে।

পষ্ট দেখছি- কষ্ট বেড়েছে বহু
বাজারে আগুন দাউ দাউ করে জ্বলে;
এখনো ঝরছে নিরীহজনের লহু
পথে-প্রান্তরে জালিমের কৌশলে।

লুটপাট চলে মন্দির-বাড়ি-ঘরে
বিভীষিকাময় ভয়ার্ত জনগণ;
ভাবছে সকলে কি কি হবে এর পরে?
হতাশায় বলে, এ কি পরিবর্তন!

ছাত্রেরা আজ ভুলে গিয়ে লেখাপড়া
'টিচার' মারার কৌশল করে রপ্ত;
হাসিছে শিষ্য, গুরুজন মনমরা
তাহলে কি তারা জনমের অভিশপ্ত?

জেল-জুলুমের হত্যার রাজনীতি
নিত্য বাড়ছে সমস্ত দেশময়;
হুমকি-ধামকি দেখাচ্ছে ভয়-ভীতি
বাড়ছে নিয়ত জনমনে সংশয়।

চোর-বাটপার, সুদখোর জাঁহাবাজ
পাশাপাশি বসে করে যায় পরামর্শ;
শকুনের পিঠে চড়ছে যে মহারাজ!
তোষামোদকারী করছে তুমুল হর্ষ।

এ দেশ কেমন? বুঝবে তখন তুমি
জনজোয়ারের উর্মি জাগবে যবে;
ভেঙে দেবে তাঁরা সকল গোয়ার্তুমি
জাগছে জনতা মানবিক উৎসবে।

ব্রিটিশ গিয়েছে, গিয়েছে পাকিস্তান
টিকতে পারেনি জনতার রোষে পড়ে;
অত্যাচারীরা পায় না পরিত্রাণ
ভেসে যায় তারা জন-সমুদ্র তোড়ে।

মুক্তির বাণী শুনেছি একাত্তরে
দৃপ্ত হৃদয়ে তৃপ্তির আশা নিয়ে;
দুর্গ গড়েছি এ দেশের প্রতি ঘরে
সেসব সাহস রুখবে বলো কী দিয়ে?

তপ্তভূমিতে পোক্ত করেছি বল
অতল সাগরে জাগ্রত হবে ঢেউ;
ভেসে যাবে সব দুর্বৃত্তের ছল
হেরে যাবে যত সারমেয়, লোভী ফেউ।

মুখোশ পরেছো? ধরেছো সাধুর বেশ?
অতীত কাহিনী আমরা সকলে জানি;
এ ভূমি হবে না দুর্বৃত্তের দেশ
একাত্তরের চেতনা এখনো মানি।

দিবস-রজনী আশায় আশায় থাকি
কে যেন সতত ডাকিছে আকুল স্বরে;
আবার আসবে একাত্তরের পাখি
বিদ্রোহ নিয়ে বাংলার ঘরে ঘরে।

ব্যথাভরা মন ভালোবাসা চায় প্রাণে
দেখাতে পারিনে হৃদয় বেদনারাজি;
আর কতো যাবে অবহেলা অপমানে
জাগরণে দেখি অনাচার কারসাজি?

জাগো, হে বাঙালি! উন্নত করো শির
চঞ্চল হও থেকো না ঘুমের ঘোরে;
তোমরা তো ঐ একাত্তরের বীর
পাকিস্তানিকে হটালে বানের তোড়ে।

জয় বাংলার শ্লোগান উঠবে ফের
আবার আঁধারে হারাবে শকুনি সব;
থাকবে না দেশে জাতশত্রুর জের
ওই শোনো জাগে মানুষের কলরব।

০৫/০৯/২০২৪
মিরপুর ঢাকা।