জীবনের রণক্ষেত্রে যতোবার হই পরাজিত;
ততবার চেয়ে যাই তোমার করুণা, হে প্রিয়তি!
কল্পনায় এসো তুমি চঞ্চল মননে, অবিরত;
কিন্তু ধরো না আমায় মমতায়, এ কোন নিয়তি?
আজ চারিদিকে দেখি রক্ত-মৃত্যু-কান্না-হাহাকারে
পৃথিবীর বঞ্চিতরা যন্ত্রণায় জ্বলে-পুড়ে যায়;
দুর্বৃত্তের ছলাকলা প্রতিদিন দ্বিগুণিত হারে
বেড়ে ওঠে; যত দেখি পৃথিবীতে, কাঁদি বেদনায়।
জন্মান্তরের প্রিয়তি! শুনতে কি পাও দুঃখ-সুর?
বেদনা বিদুর মনে তোলপাড় করে অহরহ;
মায়াবী আলেয়া তুমি, আর থেকো নাকো বহুদূর,
সামনে এসে দাঁড়াও; 'ভালোবাসি' দৃঢ়কণ্ঠে কহো।
কান্না-হাসির সংসারে নাশ করে দাও সমস্যার,
প্রলয় বায়ুর তোড়ে খোলো আজ চিরবন্ধ দ্বার।
০৩/০৯/২০২৪
মিরপুর ঢাকা।