ওরা সব    দারুণ দ্বিচারিণী!
যারে     গতকালকে বলছে রানী,
          আজকে যে কয় কালনাগিনী;
          সৌদামিনী হয় যে ফণী-
                    কেমন আজব জবানী?
ওরা সব    দারুণ দ্বিচারিণী!

মহা-   স্বার্থবাদী লোভী যারা,
         আজকে বেশি ক্ষোভী তারা;
         নাচছে তা-ধিন আত্মহারা,
                      হয়ে রণরঙ্গিনী।
ওরা সব    ‌দারুণ দ্বিচারিণী!

তারা       পল্টি দিতে নেয় না সময়,
             সত্য ভুলে মিথ্যা যে কয়;
             নেইকো শরম, নেই কোন ভয়,
                       সর্বদা রসশোষিনী।
ওরা সব      দারুণ দ্বিচারিণী!

হলে,     কবির মনের রাজনীতিকী,
           কাব্যকথায় রয় যে ফাঁকি;
           স্বার্থবাদী হয় না কবি,
                    হয় শুধু প্রাণতোষিনী।
ওরা সব    দারুণ দ্বিচারিণী!

শোনো,    কবি হলেন জ্ঞানী-সুজন,
             সুন্দরকেই করে ভজন;
             চায় না অর্থ-কড়ি ও ধন,
                      হতে চায় না ভবানী।
ওরা সব    দারুণ দ্বিচারিণী!


৩১/০৮/২০২৪
মিরপুর ঢাকা।