আশ্চর্যরকম ধূর্ত কিছু লোক আছে,
কথার চাতুরি দিয়ে বাগান সাজায়;
সদাশিব সাজে তারা মানুষের কাছে,
ইনিয়ে বিনিয়ে মিথ্যা নিত্য বলে যায়।
স্বার্থের ঝুড়িতে ভরে মিথ্যার বেসাতি,
কথার তুফান তোলে পুলক-হৃদয়ে;
শ্রোতাগণ শুনে যায় ভুলে দিবা-রাতি,
চাটুকারি হর্ষধ্বনি 'ধন্য ধন্য' কয়ে।

একদিন ভুল ভাঙে কালের প্রভাবে,
স্বচ্ছআলো বিকিরণে নীলাভ গগনে
ধুয়েমুছে যায় সব; কৃত্রিম স্বভাবে
যত কিছু বলেছিলো ধুরন্ধর মনে।
জ্বালিয়ে জ্ঞানেরধারা চিনে নাও তারে,
সত্যকে মিথ্যা বলে যে ধূর্ত-অহংকারে।

২৯/০৮/২০২৪
মিরপুর ঢাকা