সুদূরপারে এক যে ছিল সবুজ শ্যামল বন,
গাছগাছালি পশুপাখি পরস্পর আপন।
বনের সবাই মিলেমিশে ঠিক করলো শেষে,
সিংহ হবে বনের রাজা, এই বনানীর দেশে।
ঈশাণ মেঘের উল্টো স্রোতের কিছু জানোয়ার
বললো, 'রাজা এ দেশ ছাড়ো, নেই তোমার দরকার'।
সিংহ রাজা বিদায় হলো ভাল্লাগে না কিছু,
বললো গাধা, 'আমিই রাজা! এসো আমার পিছু'।
বানর সকল লাফিয়ে উঠে করছে যে হইচই,
ঘোড়ার মতোন ডাক দিয়ে কয়, 'চিতার বাচ্চা কই'?
পেঁচায় বলে, ভীষণ জ্বালা! বাঁচি নাতো আর,
বানর-গাধার ফাইজলামোতে বেহাল এ সংসার!
গুরুজনকে দেয় না সালাম, যারে তারে মারে;
যা পায় তারা লুট করে নেয়; দুঃখ বলবো কারে?
গাধার পিঠে চড়ে বানর চালায় আজব দেশ,
সব সাধারণ পশুপাখি এক্কেবারেই শেষ।
২৭/০৮/২০২৪
মিরপুর ঢাকা।