প্রভাতআলো ছড়িয়ে গেলো শীতল ভোরের প্রাণে,
খুশির জোয়ার জাগলো বুঝি আমার উদাস গানে।
দোললো সাগর, পাহাড়-নদী, হাসলো আকাশখানি,
তমস্বিনী উঠলো হেসে ভুলে বিরুপবাণী।
কাছের দূরের গানের সুরে তন্দ্রাবিহীন রাত
বেদন ভুলে ফুলে ফুলে আনলো সুপ্রভাত।
ভাঁটার নদী গান গেয়ে যায় নীরব কলতানে,
তেমনি আমার ভাবনা সকল ছুটছে ভোরের পানে।
তামসী শেষ, বিহঙ্গেরা উঠছে সবাই হেসে,
রহস্যময় ষড়ঋতুর সবুজ বাংলাদেশে।
সুদুর রাতের গান শুনে যায় ছড়িয়ে রঙিন পাখা,
অঞ্জলিতে তুলে ধরে অন্তরে যা রাখা।
আমিও পাখির কন্ঠ হবো, হবোই নদীর সুর,
টলোমলো জীবন নিয়ে ছুঁইবো সমুদ্দুর।
দৈন্য আমার যত্নে ধরে ধরবো চরণতলে,
বলবো তাঁরে, নাও ভাসিয়ে তোমার অমোঘ জলে।
দুঃসহ-দূরাশায় কাঁদে ছন্দবিহীন মন,
শ্রান্ত দুপুর, ক্লান্ত বিকেল আসতে কতক্ষণ?
বিকেল শেষে সন্ধ্যা হবে, রাত্রি তারই পরে,
অকিঞ্চনের ভালোবাসা দেবো তাঁরই করে।

২৬/০৮/২০২৪
মিরপুর ঢাকা।