শিক্ষক আর লাগবে না কোন,
          দরকার নেই লেখা-পড়ার;
আমরা ছাত্র আন্দোলনের!
          শক্তি আছে তো দেশ-গড়ার।
শিক্ষক ছাড়া পড়বো আমরা
           ইন্টারনেট-গুগল থেকে;
মিছেমিছি কেনো ইসকুলে যাবো
          মোবাইলটাকে একলা রেখে?

এসো বিদ্রোহী! শিক্ষক মারি,
          ছাত্রজীবনে তাঁরাই জ্বালা!
বের করে দেবো ইসকুল থেকে
          পরিয়ে গলায় জুতার মালা।
হই হই হই, রই রই রই,
          ছাত্রেরা কই? এসো হে আজ;
শিক্ষক সব চোর-বাটপার,
          স্বৈরাচারের ধান্দাবাজ।

দরকার নেই আবোল তাবোল
          নীতিকথা বলা শিক্ষকের।
স্বাধীন দেশের ছাত্র আমরা
          কিবা প্রয়োজন রক্ষকের?
ইসকুলগুলো হোক 'শাটডাউন',
          'অটো পাশ' চাই বছরান্তে,
গুগল মামাই আমাদের 'স্যার',
          সহায়তা দেবে সব জানতে।

যতো শিক্ষক সাজে রক্ষক
         ‌বের করে দাও আজকে তাই,
শিক্ষক ছাড়া আমুদে জীবন,
          আহারে, কী মজা! তাইরে নাই।
কিবা দরকার এতোগুলো স্কুল,
          কলেজ-বিশ্ববিদ্যালয়?
'কোটা' নেই আর চাকরি পাবোই,
         ‌কিসের চিন্তা বিশ্বময়?

আমরা স্বাধীন! নবজাগরণ
          আনবো স্বদেশে শিক্ষা ছাড়া,
শিক্ষক যতো আজ করো হত,
          উচ্ছল মন আকুলপারা।
এসো এসো ভাই, বিদ্রোহী বোন,
         ‌এসো প্রিয়তম, হে স্যাঙ্গাত!
ধরণীর বুকে আনন্দ ছাড়া
          বাঁচতে কে চায় দিবস-রাত?

২৭/০৮/২০২৪
মিরপুর ঢাকা।