ভাসছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা,
বন্যাজলে ভাসছে আজি দখিন-পূবের বাংলা।
ভাসছে মানুষ, পশু-পাখি, ভাসছে ফসল-ক্ষেত,
বানের তোড়ে সংসারীজন হচ্ছে অনিকেত।
যেদিক তাকাও, দেখবে নয়ন অথৈ জলের ধারা,
বসতবাড়ি সব হারিয়ে মানুষ আকুলপারা।
চারিদিকে ওই শোনা যায়- দুখের হাহাকার,
অনাহারী নারী-পুরুষ, শিশুরই চিৎকার।
বন্যা এসে নেয় ভাসিয়ে মানুষ, গরু-ছাগল,
হাঁস-মুরগি, শাক-সবজি, চাষীর বোনা ফসল।


ভয় করি না বন্যাতোড়ের ধবল জলের ধারা,
আমরা সবাই বীর বাঙালি, স্বাধীন বাঁধনহারা।
জাতির দুঃখ-বিপর্যয়ে দ্বিগুণ সাহস পাই,
জরাজীর্ণ ভিত্তি থেকেই পুনর্বার সাজাই।
আছে সাহস-শক্তি এবং বুদ্ধি, মনোবল,
আঁধার দেখে পিছিয়ে যাবো! নই এমন দুর্বল।
তেজোদীপ্ত একাত্তরের সাহস আছে মনে,
শক্তি-মেধায় আনবো বিজয় সকল রণাঙ্গনে।
বন্যা দেখে ভয় করি না আমরাতো বাঙালি!
অন্ধকারে আলোর পাহাড় গড়ার দীপ্তি জ্বালি।

২৫/০৮/২০২৪
মিরপুর ঢাকা।