জুটেছে আবার পুরনো শকুন নবতর অবয়বে,
ছিঁড়তে বাংলাদেশের পতাকা হামলে পড়েছে সবে।
যখন দেখলো ইচ্ছাপূরণ হচ্ছে না; তাই, ছল-
ছলনার সাথে চালালো এবার পুরাতন কৌশল।
কাঁটা দিয়ে তারা কাঁটা তুলে নিলো, বুঝলো না এই জাতি;
যখন বুঝবে, তখন খুঁজবে চারিদিকে আঁতিপাঁতি।
কোটার ভেতরে ফোঁটায় ফোঁটায় জমে গেছে কালসাপ,
সময়ে-সুযোগে দংশন দিবে করবে না কোন মাফ।
আলখেল্লার ভেতরে তাদের শাণিত ছুরির ফলা,
বহু রূপে সাজে ধরণীর 'পরে, জানে তারা ছলাকলা।
দেখেছো, ইরাক আফগানিস্তান লিবিয়া মিশর দেশে
কিভাবে শকুন উড়ে এসে জুড়ে সদাশিব সাধু বেশে?
শান্ত ভূমিকে অশান্ত করে 'মানবিক'(?) কথা বলে,
অতঃপর, তারা নখর-দন্ত চালিয়েছে কৌশলে।
ছিন্নভিন্ন করে যায় সব, ধ্বংসলীলায় মাতে;
পরিশেষে তারা ভাঙ্গা হারিকেন তুলে দেয় খালি হাতে।
যেখানে যুদ্ধ, মৃত্যু-ক্ষুধা, সেখানে সে অগ্রণী,
ইতিহাস খুলে দেখে যাও তুমি তারাইতো কালফণি।
হায়! আমার বাংলাদেশ!
শকুনের ছলে তুমিও কি হবে কুমন্ত্রে নিঃশেষ?
২৬/০৮/২০২৪
মিরপুর ঢাকা।