হচ্ছেটা কি? করছেটা কি? সব হয়ে যায় খুনি!
আজব দেশের গজব আইনে মুনিব এবং মুনি।
চুরি-চামার নেই যে ব্যাপার জাহাঁবাজ ডাকাতি,
করছে সবাই- ছেলে-মেয়ে, নাতনি এবং নাতি।
ধরছে যারে রাতদুপুরে অথবা দিন বেলায়,
'রিমান্ড' নামে নাচছে গাবুর ডিমথেরাপির খেলায়।
কে বিচারক! কে শিক্ষক! নেই ভেদাভেদ তার,
মুনি-ঋষি, চোর-বাটপার সবাই একাকার।
নেইতো আশা, নেই ভরসা দারুণ অন্ধকার,
সত্যকথা বললেই হয় নব্য রাজাকার!
শকুন-পাখায় দেশ চলেছে গন্তব্য অজানা,
চলছে সবাই হর্ষতালে ল্যাংড়া-খোঁড়া-কানা।
শত্রু যখন বন্ধু; তখন পরামর্শ তার,
কতটুকু ফলপ্রসু হয় ভাবছো কি এর সার?
ধ্বংস পথে চলছে রথে সাজিয়ে ফুলের মালা,
দুঃখকথা বলতে গেলেই হচ্ছে বোবা-কালা।
সব দোষ আজ অতীতকালের ছন্নছাড়া দেশ!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কাঁপছে বাংলাদেশ।
আয় বাঙালি! সকল ভুলি' হাত রাখি আজ হাতে,
দেশটি গড়ার মন্ত্র নিয়ে আয় চলি একসাথে।
২৫/০৮/২০২৪
মিরপুর ঢাকা।