যতো বলে তারা- আধুনিক হবো, ততোই আদিম হয়;
স্বার্থের তরে অমানুষ যতো অন্ধকারেই রয়।
রীতি-নীতি সব ভোতা হয়ে যায়, অমানুষ হয় সব;
দুঃখের দিনে হাসি-তামাশায় করে যায় উৎসব।
তোমার মূরতি খান খান করে সরাতে চাইছে যারা,
কাতর নয়নে দেখছি জনক, অতুল বেকুব তারা!
সূর্য কখনো ঢাকা পড়ে নাকো তুচ্ছ মেঘের তলে,
আপন মহিমা-শক্তি দিয়েই জেগে উঠে কৌশলে।
দাহন বেলার রাত শেষ হবে ক্লান্ত পাখির ডাকে,
ঘুর্ণি-আঁচল ওড়াও এবার নীরব নদীর বাঁকে।
ভেদ করে এসো কঠিন পাথর বিজয় জাগর গানে,
ঝঞ্ঝার শেষে শান্তি আসবে সকল তাপিত প্রাণে।
হাঁকিছে, ডাকিছে অশান্ত বায়ু মৃদঙ্গরূপে আজ,
একাত্তরের প্রেরণায় এসো বাঙালির মহারাজ।

২২/০৮/২০২৪
মিরপুর ঢাকা।