আলোর দেয়ালী দুই হাতে তুলি' ছুটে চলো সম্মুখে,
ছিঁড়তে আঁধার অন্ধকারার প্রদীপ জ্বালাও বুকে।
নির্জনে বসে রাত্রি-দিবসে দিন যে হচ্ছে শেষ,
শোনো রে বাঙালি! রাগ-দ্বেষ ভুলি' সাজাও বাংলাদেশ।
অ-সুরের দল করে কোলাহল টানছে পিছনে ধরে,
ওই দূরে শোনো বাজে ঝনঝন বজ্রকন্ঠ স্বরে-
বুকে নিয়ে ফুল গোলাপ-বকুল সম্মুখে তুমি চলো
যেতে হবে দূরে হাতে হাত ধরে, হীনবল নই, বলো।
মনঃতেজ দেখে চায় অনিমেখে বিশ্বের সব লোক,
আবার না হয় রক্ত-বিজয় করিও না আর শোক।
স্বাধীনতা মানে দুর্মদ প্রাণে যাচ্ছে তা' করা নয়,
একথা জানিও এবং মানিও নিশ্চয়ই হবে জয়।
জয় বাংলার স্লোগান আবার গর্জে উঠুক দেশে,
উঠবে সূর্য বাজিয়ে তূর্য অমানিশা রাত শেষে।
বাঁধার পাহাড় করো চুরমার, নত করিও না শির,
বিবেক জাগাও সামনে আগাও, চির বিদ্রোহী বীর!

১৯/০৮/২০২৪
মিরপুর ঢাকা।