যদি যেতে চাও, চলে যাও; পিছনে চেওনা আর;
যত বলি হৃদয়ের কথা, সকল হবে অসার।
বোঝোনি কাহারো কথা তুমি, কাহারো পরান-জালা;
বিষাদীয় অনল ধারায় মন পুড়ে হয় কালা।
চোখ মেলে দেখে যাই দূরে, কোথাও কিছুই নাই,
শূন্যতায় অসার সংসার; হায়! তবুও তাকাই।
তবুও নয়ন মেলে দেখি, ভুবন পেতেছে ফাঁদ;
সুকঠিন বাঁধনে বেঁধেছে; সবকিছু বরবাদ।
নিমেষ তৃষার ছলনায় বসন্ত রজনী শেষে
কেঁদে যায় ব্যাকুল পরান, দুঃখের সাগরে ভেসে।
জীবনের সাধের কাননে পুষ্প ফোটবে না আর,
বিরহ সংগীতে নেমে আসে নিকষিত অন্ধকার।
যে যাবার চলে যাক দূরে, দৃষ্টির সীমানা ছাড়ি';
চির অনিকেত জীবনের পৃথিবীটা হোক বাড়ি।
বহু দিবসের কান্না-হাসি, মোহের রঙিন মায়া,
মর্মে গাথা দ্বিপ্রহর রৌদ্রে ছড়াক কোমল ছায়া।
২২/০৮/২০২৪
মিরপুর ঢাকা।