কবিতা যখন কাব্য-ভনিতাহীন
চটুল কথার খবর লইয়া আসে;
তখন জানবে কবিতা মূল্যহীন
এমন কবিতা কেউতো না-ভালোবাসে।

কবিতা হবে যে উপমায় সমৃদ্ধ
আলো-আঁধারির রূপময় এক খেলা;
পাঠক বলবে, কবিতার কবি ঋদ্ধ
কখনো কবিকে করবে না অবহেলা।

কবির কথায় থাকে যদি রাজনীতি
বিশ্বাস-কথা বলবে দৃপ্ততায়;
লেখনীতে তাঁর থাকবে না ভয়-ভীতি
বিদ্রোহী কবি নজরুল বলে যায়।

থাকে যদি প্রেম উপমায় লিখো কথা
'আমি-তুমি' দিয়ে কবিতা করো না আর;
চটুল কবিতা নিরর্থ, বাতুলতা
কালের প্রবাহে জেনে গেছি এই সার।

পৃথিবীতে যত বিখ্যাত সব কবি
দুঃখের সাথে করে গেছে বসবাস;
জীবনানন্দ, মাইকেল আর রবি
বাংলার বুকে জ্বলন্ত প্রতিভাস।

কবি, তুমি এসো মাটির মর্ত্যলোকে
নির্বাণহীন নির্মল আলো নিয়ে;
স্বপ্নকাতর তেজি মানুষের শোকে
বিরচন হোক অতুল পিরিতি দিয়ে।

তাঁরাই কৃষ্ণপথের দিশারী-আলো
দীর্ঘদগ্ধ জীবনের দীপশিখা;
বারবার আসে ঘোঁচাতে আঁধার-কালো
ধরণীর মাঝে আমাদের অহমিকা।

কবিতা হোউক অগ্নি-সত্য সুর
বিরহ-সাগরে আনুক জলোচ্ছ্বাস;
চঞ্চল প্রাণ আনন্দে ভরপুর
ঘোঁচাতে সকল কাতর দীর্ঘশ্বাস।

২২/০৮/২০২৪
মিরপুর, ঢাকা।