ইচ্ছে করে পরাণ খুলে আজ করি হইচই,
আমার বাণীর বীণাখানি হারিয়ে গেলো কই?
সন্ধ্যাবেলার ঝিল্লি যেমন
একটানা সুর বাজছি তেমন;
হারিয়ে গেলো নবযৌবন অবাক হয়ে রই।
সকল যাত্রী আনন্দে রয় সুদূর দেশের কুঞ্জবনে,
দীনতার লেশ করে যে শেষ চলে গেছে সঙ্গোপনে।
পরান মাঝে পড়েছে টান
গাহি এখন প্রণতি-গান;
হইছি দূরের নীল আসমান একলা নীরব রই।
সোনার প্রদীপ জ্বালিয়ে দাও, আনো আলোর লুটোপুটি,
সজল আঁখির অর্ঘ্য দিয়েই চুপিচুপি নেবো ছুটি।
বলতে যে চাই গোপন কথা
মর্মে জাগে ব্যাকুলতা;
বুকের মাঝের দুখের কথা শতরূপে কই।
১৪/০৮/২০২৪
মিরপুর ঢাকা।