মাঝে মাঝে ভাবি অমিত সাহসী হই,
ফুসফুসে নিয়ে জীয়ন কাঠির দম;
কবিতার সুরে শব্দব্রহ্মে কই-
'ছায়ার মতোন ভালোবাসি হরদম'।
জীবন নদীতে জোয়ার জাগানো তুমি,
জলোচ্ছ্বাসের অসীম সাহসী মেয়ে!
বরফের দেশে সুখ-শস্যের ভূমি,
ক্লান্ত হৃদয় তোমা পানে আছে চেয়ে।
ভেতরে বাহিরে প্রস্তুতি চলে আজ,
রঙিন হচ্ছে সূর্যাস্তের কাল;
নিশুতি রাতের আঁধারের কারুকাজ,
আমায় করেছে ভীষণ উন্মাতাল।
যতটুকু দেখি আরো দেখিবারে সাধ,
দুরু দুরু বুকে বলতে পারি না আর;
ভয় করি শুধু সমাজের অপবাদ,
হে আমার প্রিয় প্রিয়তি! চমৎকার।
২৯/০৮/২০২৩
ঢাকা।