যুক্তিবিহীন মুক্তি মিলে না শক্তিতে সব হয় না;
বন্দীর সাথে সন্ধির কথা কখনো কেউতো কয় না।
সত্য কখনো গর্ত খুঁজে না আলোর ঠিকানা চায়;
রুদ্ধ পথের মিথ্যা সরাতে উর্মিতে উছলায়।
অন্ধ অসুর কন্দ হলেও দূর্গায় চিনে লয়,
খঞ্জর দিয়ে পঞ্জর ভাঙে বিশ্বজগৎময়।
স্বার্থবাদীর মিষ্টি ভাষায় মঙ্গল কিছু রয় না;
বন্ধ পথের অন্ধযুক্তি অত্যাচারিত সয় না।
দ্বন্দ্ব যখন সন্দেহ লয়ে ছুটে চলে দ্রুত পায়;
অগ্নিদগ্ধ সাগ্নিক তেজ অমর্ত্যে তড়পায়।
সত্যের ঢাক তুলবেই হাঁক করতে আঁধার ক্ষয়,
মুক্তির পথে যুক্তিতে চল্, নাই কোন ডর-ভয়।
অগ্নিবীণার বেদন-বেহাগ আনলে অনল-বারি,
সর্বনাশার বজ্রের সুর বাজায় বংশীধারী।

১৩/০৮/২০২৪
মিরপুর ঢাকা।