অশান্তি আজ চতুর্দিকে জ্বলছে দহনজ্বালায়
প্রাণে প্রাণে ঝরছে শ্রাবণজলের ধারায় মতো;
বজ্রসুরে গর্জে উঠে ক্ষুব্ধ মেঘমালায়
বক্ষে নিয়ে বেদনডালা থাকবো রে আর কতো?
স্বপ্নমদির নেশায় কাঁদে ছন্নছাড়া মন
অশ্রুজলের নোনা ঢেউয়ে ইচ্ছে ভেসে যায়;
তীর্থহারা যাত্রী সকল ঘুরছে সারাক্ষণ
সঙ্গীহারা জীর্ণ-নীড়ে ব্যর্থ বেদনায়।
আয় রঙ্গিন ফাগুনদিনের স্নিগ্ধ-কোমল ছায়া
অন্ধকারের আলোকশিখা তড়িৎলতার ফুলে;
রিক্তভুবন চাচ্ছে এখন অতল প্রেমের মায়া
গুঞ্জরতানে শান্তি আসুক দুখীর মর্মমূলে।
১৬/০৮/২০২৪
মিরপুর ঢাকা।